Breaking News

৫০ কেজি গাঁজা এবং ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক :

৫০ কেজি গাঁজা এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বহনে ব্যবহৃত ১টি পিকআপসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ওয়ারী) বিভাগ পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রবিবার (৩১ জানুয়ারি) ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল এর নেতৃত্বে ডেমরা জোনাল টিম। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় মো. রবিউল হোসেন (৩৫), মো. দুলাল খাঁন (৩৭), মো. লালন খাঁনকে (৩১)। এসময় ৫০ কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা করা হয়।

একই দিন ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অপর একটি অভিযানে গ্রেফতার করা হয়েছে মো. এনামুল হক (৪০) ও সুমাইয়া আক্তারকে (৩০)। তাদের সাথে থাকা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এনামুল ও সুমাইয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা করা হয়েছে।

সুত্র : বাংলাদেশ প্রতিদিন

Print This Post

About Amena Fatema

Check Also

বিএনপি নেতা কফিল  তাণ্ডবে উত্তরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা নিয়ে বিএনপির যেন অস্থিরতার শেষ নেই। একের পর এক বহিষ্কার, …

Leave a Reply